সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা শনিবার (১১ জানুয়ারি) কাজিপুর উপজেলার মেঘাইতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপি নেতারা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে নাজমুল হাসান তালুকদার রানা এক হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “আমাদের নেতার নির্দেশে আমি আমার জন্মস্থান কাজিপুরে এসে এই উদ্যোগ শুরু করেছি। আজ এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি, এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আগে তিনি সীমান্তবাজার, হাটশিরা, মাধবডাঙ্গা, সোনামুখী ও মেঘাই হয়ে শোডাউন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জেলা প্রেসক্লাব সভাপতি খাঁন হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজিদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বপন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিল্টন মিয়া, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।