প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ৫:৪৫ পি.এম
কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ওরফে মন্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বয়স হয়েছিলো ৭০ বছর।
তিনি স্ত্রী দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকেলে তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। পরে রাত আটটায় তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।