অহিদুল পার্শ্ববর্তী উপজেলা মিঠাপুকুরের খোড়াগাছ ইউপির উত্তর বকসিপাড়া গ্রামের মৃত আঃ হকের পুত্র। অপরদিকে প্রতিপক্ষ একই এলাকার মৃত হেসাব উদ্দিনের পুত্র গোলাম কিবরিয়া বুলু ও তার সহযোগী সুমন, স্বপন,আকবর ও স্বপ্না গং মিলে ওয়ারিশান সুত্রে সম্পত্তির দাবি নিয়ে উক্ত আম বাগানে যায় এবং কয়েকটি মুকুলিত আমগাছ কর্তন করে। অহিদুল ইসলাম বাধা দিতে আসলে তাঁকে ঘটনা স্থলে লাঠি দিয়ে রক্তাক্ত জখম করে।
অহিদুলের স্ত্রী কাওছারা বেগম আগাইয়া আসিলে প্রতিপক্ষের লোকজন তাকে টানা-হেঁচড়া ও মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। কাওছারা বেগমের আত্মচিৎকারে এলাকার লোকজন ঘটনা স্থলে উপস্থিত হয়। গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল ও তার স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে ওহিদুল ইসলাম ওরফে আশরাফুল বাদী হয়ে রংপুরের বদরগন্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
প্রতিপক্ষের রাজনৈতিক ক্ষমতার দাপটে থানা প্রশাসন অদ্যাবধি আইনানুগ ব্যবস্থা নেয়নি। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় অহিদুল ইসলাম তার পরিবার পরিজন নিয়ে।