কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধানের মূল্য বৃদ্ধি, ৪০ কেজিতে ধানের মণ পরিমাপ নির্ধারণ, নদী-খাল বাঁধমূক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র দাবির প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় এ সভা অনু্িষ্ঠত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. হুমায়ুন সিকদার, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান।
এছাড়া বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিনু মৃধা, টিয়াখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুজন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়াসহ কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা তাদের মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে ৪০ কেজিতে মণ হিসেবে ধান ক্রয়-বিক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়। এর ব্যতিক্রম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সকল বিষয়ে খুব শীঘ্রই মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক সংগঠনের প্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন