কলকাতার আর জি কর ঘটনার দোষীদের বিরুদ্ধে বিচার চেয়ে রাজপথে মমতা

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

কিছুদিন আগে কলকাতার আর জি কর হাসপাতালে এক জুনিয়র মহিলা ডাক্তারের উত্তর শারীরিক ও ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কে।

এই ঘটনার পর সারা দেশের বিভিন্ন যায়গায় সরকারি হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পড়ুয়া ছাত্র ও ছাত্রীরা। তাদের সাথে যোগ দেয় প্রতিবাদী মানুষ। সেই সঙ্গে যুক্ত হয় ভারতের জাতীয় কংগ্রেস ও বামফ্রন্টের নেতা ও কর্মীরা এবং বিজেপি ও এস ইউ সি আই সহ বহু মানবাধিকার সংগঠনগুলোর নেতা ও কর্মীরা। এই ঘটনার পর আর জি কর হাসপাতালে র অধ্যাপক শ্রী সন্দীপ ঘোষ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এবং বাধ্য হয়ে পশ্চিম বাংলা সরকার আর জি কর হাসপাতালে র অধ্যাপক শ্রী সন্দীপ ঘোষ কে সরিয়ে দেয় পদত্যাগ করে।

কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তাকে আবার কলকাতার মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করেন। এই ঘটনার পর ছাত্র ও ছাত্রীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এবং আর জি কর হাসপাতালে ভাঙচুর করে। এবং অধ্যাপক শ্রী সন্দীপ ঘোষ কে তার পদ থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

সেই নির্দেশ পর তাকে আর জি কর হাসপাতালে র ঘটনায় তাকে সি বি আই তদন্তের সামনে উপস্থিত হতে বলেন। কিন্তু তিনি হাজির না হয়ে তার নিরাপত্তা র জন্য হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট তা নিরাপত্তা ব্যবস্থা করার জন্য সরকার কে বলেন। এবং তাকে সি বি আই তদন্তের সামনে দাঁড়ানো র জন্য নির্দেশ দেন। কিন্তু তিনি তা না করাতে আজ কলকাতার বিধাননগর পুলিশ কমিনেটর এলাকায় গ্রেপ্তার করে সি বি আই। তাকে সি বি আই সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।আর জি কর হাসপাতালে র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিচার ও শাস্তির দাবিতে আজ কলকাতার রাজপথে নেমেছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তাদের কে ট্রাইবুনাল কোর্টের বিচার করে ফাঁসি দিতে।

সেই সঙ্গে আর জি কর ঘটনার পর যারা সরকারি সম্পত্তি নস্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সেই সঙ্গে নারীদের সুরক্ষা নিশ্চিত এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আওয়াজ তোলা হয়। আজ কলকাতার মাওলালীর মোড় থেকে পদযাত্রা শুরু করে দিয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের শাস্তির দাবিতে।

error: Content is protected !!