কয়রায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মেরিনা 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

সুমন হাসান,কয়রা খুলনা প্রতিনিধি:

কয়রা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেরিনা খাতুন। রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.বাকি বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মেরিনা খাতুন এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

মেরিনা খাতুন ২০০২ সালে সহকারী শিক্ষক হিসেবে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন।ঝরে পড়া শিক্ষার্থীরোধ ও ফলাফল বিপর্যয় ঠেকাতে অগ্রণী ভূমিকা রাখেন।ক্লাসে উপস্থিত,পাঠদান,শিক্ষক সূলভ আচারণ,চাকরির অভিজ্ঞতা,জাতীয় দিবসে উপস্থিত,আইসিটি জ্ঞান থাকায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মেরিনা খাতুন।

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজিব হাসান জানায়, ‘শিক্ষক হিসেবে মেরিনা খাতুন খুবই দায়িত্বশীল। বিদ্যালয়ের প্রশাসনিক কাজ থেকে শুরু করে সকল ধরণের কর্মকান্ডে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।শিক্ষার্থীদের দায়িক্ত নিয়ে ক্লাসে পড়িয়ে থাকেন এবং শিক্ষার্থীদের অনেক ভালবাসেন।

মেরিনা খাতুন ব্যক্তি জীবনে এক সন্তানের জননী।তিনি উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি মো.খায়রুল আলমের সহধর্মিণী।

error: Content is protected !!