Wednesday, February 5, 2025

কয়রায় মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন”এমপি বাবু”

Date:

Share post:

সুমন হাসান,কয়রা(খুলনা)প্রতিনিধি:

শুক্রবার (৯ই জুন) দুপুরে কালনা-শিমলারআইট-অন্তাবুনিয়া বাইতুল মামুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন খুলনা -৬ (কয়রা পাইকগাছা)’র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

এমপি বাবু বলেন, যারা স্বাধীনতা চায়নি তারা ইসলামের কথা বলে দেশে লাখ লাখ নিরীহ মুসলমানকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর পূর্ব পুরুষেরা বাগদাদ থেকে ধর্ম প্রচারের জন্য এদেশে এসেছিলেন। স্মরণ করিয়ে দিয়ে সাংসদ বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে জাগরিত করতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তেমনি তার সুযোগ্য কন্যা জননেত্রেী শেখ হাসিনাও আধুনিক ইসলাম বিস্তার ঘটাতে অর্ভুতপূর্ব অবদান রেখে চলেছেন। কওমী মাদ্রাসার স্বীকৃতি অন্য কেউ দেয়নি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অন্য কেউ প্রতিষ্ঠা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সরকার নিজস্ব অর্থায়নে সারা দেশে নির্মিত হচ্ছে আধুনিক নির্মাণশৈলী আর নান্দনিক ডিজাইনের ৫৬০ টি মডেল মসজিদ। শুধু নামায আদায় নয় এসব মসজিদে হবে গবেষণা, ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চা কেন্দ্র। এ দেশের ইতিহাসে বিরল ঘটনা। জেলা-উপজেলায় মসজিদ মক্তব নির্মাণ করে ইমাম প্রশিক্ষকদের বেতন ভাতা অন্য কেউ দেয়নি, বঙ্গবন্ধু কন্যা ও তার সরকার দিয়েছে। দেশে প্রায় এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা, মক্তব প্রতি শিক্ষককে প্রতি মাসে পাঁচ হাজার দুইশত টাকা ভাতা দেওয়া, পাশাপশি বিশ হাজার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাকে বার হাজার টাকা করে মাসিক ভাতা শেখ হাসিনা নিজ উদ্যোগে চালু করেছেন জানান তিনি।

সে কারণে বিএনপি –জামায়াত যারা শুধু নির্বাচন এলে মধুর কথা বলে, কিন্তু ইসলামের জন্য কোন কাজ করে না, তাদের অপ্রপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ইসলামের লেবাস ধরে যারা ইসলাম ও দেশের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সদাসতর্ক থাকতে হবে বলেন আকতারুজ্জামান বাবু।

মসজিদের সভাপতি সাবেক ৪ নং ওয়ার্ড মেম্বর ও আওয়ামীলীগ নেতা সাহেব আলী খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা থাান অফিসার ইনচার্জ এবিএমএস দোহা, কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, মহারাজপুর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বিভুতি ভূষণ রায়, আবু সাইদ বিশ্বাস, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া হোসেন, শ্রমিক লীগ সভাপতি আঃ হালিম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রজন্মলীগ নেতা শামিম হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও এলাকার শতশত ধর্মপ্রাণ মূসাল্লী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইল থেকে নি’খোঁ’জ হওয়া নারীর  ম/রদে’হ উ’দ্ধা’র

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল থেকে গত চারদিন আগে নিখোঁজ হওয়া সুরাইয়া শারমিন (৩০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার...

বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু কলকাতায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

নিউজ দাতা মনোয়ার ইমাম, কলকাতা: এফআইসিসিআই (FICCI) ও সিআইআই (CII)-এর যৌথ উদ্যোগে আজ থেকে কলকাতার নিউটাউনে শুরু হয়েছে বিশ্ব...

নড়াইলে ৩ দিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার...

নড়াইল থেকে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল থেকে গত চারদিন আগে নিখোঁজ হওয়া সুরাইয়া শারমিন (৩০) নামে এক গৃহবধূর মৃতদেহ...