নিউজ ডেস্ক:
বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখা কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কাজ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
কমরেড সিরাজ সিকদার ছিলেন এদেশের বিপ্লবী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একইসঙ্গে পাকিস্তানি সামরিক বাহিনী ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামের অন্যতম পুরোধা ছিলেন তিনি।
বিপ্লবী ছাত্র যুব আন্দোলন এক বিবৃতিতে জানায়, “যারা কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে ফেলার মতো ধৃষ্টতা দেখিয়েছে, তারা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি কুৎসিত রূপ। এ দেশের ছাত্র সমাজ এই ঘৃণ্য কাজকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং এর বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়েছে।”
তারা আরও দাবি করে, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে কমরেড সিরাজ সিকদারের বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে তার গ্রাফিতি পুনরায় অঙ্কন করতে হবে। অন্যথায়, ভারতীয় সম্প্রসারণবাদ বিরোধী ছাত্র সমাজ সারা দেশে কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি আঁকার মাধ্যমে প্রতিবাদ জানাবে।”
এছাড়া, এ কাজে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।