কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিনের লেখা বাণী

লেখক: Champa Biswas
প্রকাশ: 7 days ago

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ :-

আমি কোনো সরকারের বিপক্ষে এমনটি নই, আমি সবসময় সত‍্য এবং ভালোর পক্ষের একজন কলামিস্ট, সবাই আমার জন্য দোয়া করবেন।

শতভাগ প্রমাণ হয়েছে, আমাদের দেশে কেউ, প্রকৃত রাজনীতিবিদ নয়, রাজনীতির ব‍্যানারে সবাই চোর।

আমাদের সচিব যুগ্ম সচিব, উপ – সচিব গুলোর কাজ দেখে মনে হয়, ওরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের লেবার গুলোর চেয়েও অযোগ্য, এদের সাথে আমাদের দেশের নারীরা স্ত্রী হয়ে সংসার করে কিভাবে।এটাই এখন ভাবছি।

সকল মানুষের প্রথম চাওয়া হলো সুখী হওয়া।বাংলাদেশ কখনও গৃহযুদ্ধ লাগবে না, গৃহযুদ্ধ সেইসব দেশে লাগে। যেসকল দেশে নাগরিকদের মাঝে দেশপ্রেম আছে। বাঙালি হলো আপন লাভের পাগল। এখানে দেশপ্রেমিক খোঁজে পাওয়া মুশকিল।

একজনের পরাজয় দেখে আমরা অট্টহাসি দিতে পছন্দ করি, আর একজনের বিজয়ে যেন মুখটা লুকিয়ে রাখি।আমাদের দেশের নব্বই ভাগ পুরুষ বিয়ে করার পর তারা মনে করেন, ঘরের স্ত্রীর কাছেই সুখ, শান্তি ভালোবাসা পাওয়া, আসলে তা নয়, ঘরের স্ত্রী হলো সকল ক্ষুধা নিবারণ করার আশ্রয়স্থল মাত্র। সুখ শান্তি ভালোবাসা ওরা সবাই ভুল জায়গায় খুজতে গিয়ে বড় পেরেশানের মাঝে আছে।

আমাদের ব‍্যক্তি সভ‍্যতাই পারে, আগামী প্রজন্মকে একটি সমাজের বাসিন্দা করতে। ৩০.১০.২০২৪

সাহস থাকলে তুমি জিতে যাবেই, হেরে যায় শুধু শক্তিহীনেরা। ৩০.১০.২০২৪

মানুষেরা তার জায়গায় ভগবানের চেয়েও বড় হতে পারে, তাদের মানবতা এবং মনুষ্যত্ব ছড়িয়ে দিয়ে।

দেশের যুবকদের বেকারত্ব দূর করতে না পারলে, অপরাধ মূলক কর্মকান্ড শুধু আইন প্রয়োগ করে বন্ধ করা যাবে না।

 ৫৩ বছর পর আজকে বাংলাদেশে আর কেউ রাজাকার নয়, এই নামে কেউ কাউকে গালী না দেয়ার আহবান করছি।

error: Content is protected !!