কবির চোখে জল
আ. রহমান
যার থেকে কবিতা শিক্ষা
আমার পদার্পণের সৃষ্ট,
তাঁর মন খারাপ দেখলে
হৃদয়ে লাগে মোর কষ্ট।
যেই গুরু করেছেন আমার
কবিতা অঙ্গনের সূচনা,
তারই চোখে দেখলে জল
আমার প্রাণ হারায় চেতনা।
যিনি আমায় বলেন সদা
শোনো হে আব্দুর রহমান!
ঠাট্টা-বিদ্রুপ যতই হোক না
হাল কখনো ছেড়ো না।
যার কাছে হয়ে আছি
আমি ঋণী চির কাল,
বুকটা আমার ফাঁটছে দেখে
সেই প্রিয় কবির চোখে জল।
তিনি হলেন ওস্তাদ আমার
মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্,
তাঁর সকল দুঃখ কষ্ট
দূর করে দাও হে আল্লাহ্!