মনোয়ার ইমাম, ভারত থেকে:
ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস আজ সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে। গতকাল রাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সকলকে এই দিবসের শুভেচ্ছা জানান। তিনি বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আজ সকালে দিল্লির অমর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিকাশ, অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের সামরিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পগুলো সফল করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি বৈদেশিক সম্পর্ক উন্নত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
দিল্লির প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবায়োপ্তা ছিলেন বিশেষ অতিথি। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, এবং রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পশ্চিমবঙ্গেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল এস আনন্দ বোস ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যপাল সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা।
এদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং মহিলাদের সুরক্ষা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। দেশজুড়ে কড়া নিরাপত্তা এবং আকাশপথে নজরদারির মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে।