কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গঙ্গা সাগর মেলা ও পূর্ণ স্থান

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

প্রতি বছরের ন্যায় এই বছর শুরু হয়েছে সনাতন ধর্মের অনুসারীদের পবিত্র গঙ্গা সাগর মেলা ও পূর্ণ স্থান। আজকের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ চলে এসেছে পবিত্র গঙ্গা স্হান করতে। সেই সঙ্গে এই গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত মহা উৎসবে হাজির হয়েছে ভারতের বিখ্যাত নাগা সন্যাসীর দল। তাদের ঠেলায় বে ক্ষেত্রে বে কাদায় পড়েন পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা। গতকাল থেকে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ প্রবেশ করছে পশ্চিম বাংলা র শেষ প্রান্ত ভারতের শেষ সমুদ্র সীমানা গঙ্গা সাগর। এই গঙ্গা সাগর মেলা উপলক্ষে প্রতি বছর কয়েক লক্ষ মানুষের ভীড় চোখে পড়ে। তাই প্রতি বছর ন্যায় এবছর গঙ্গা সাগর মেলা উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন পশ্চিম বাংলা সরকার। কয়েক দিন আগে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন জেলার পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে। প্রতিটি মোড়ে মোড়ে সি সি টি ভি লাগানো হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থা কড়া করতে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থা কে রাখা হয়েছে। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ও গঙ্গা বক্ষে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং ভারতের নেভি গার্ড। বহু ভিআইপি এসেছে গঙ্গা সাগর মেলা উপলক্ষে। তাদেরকে থাকার জন্য ব্যাবস্থা করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে বিশেষ টিম রয়েছে গঙ্গা সাগর মেলা উপলক্ষে। সেখানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সভাপতি ও জেলা পপরিষদের স্পিকার মুজিবুর রহমান ও পশ্চিম বাংলা র মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং তৃনমূল দলের জেলা সভাপতি জয়দেব হালদার এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শওকত মোল্লা ও জেলা পরিষদ পরিষদের সদস্য মুক্তার সেখ এবং বাপি হালদার এবং তৃনমূল দলের এস টি এবং ওবেসি সেলের নেতা নুরুজ্জামান সেখ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এস পি রাহুল গোস্বামী আই পি এস এবং এ এস পি দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী মিতুন কুমার দে এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নত বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও অন্যান্য বিধায়ক এবং এম পি রা।

error: Content is protected !!