রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ওমান প্রবাসী আশিকুল ইসলাম সৈকত। তার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে ১৮ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় রৌমারী সিজি জামান স্কুল মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক কে. এম. নাহিদ হাসান, ডা. মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজালাল রানা, রাজিউল ইসলাম রোমান, আলমেছ হোসেন ভোলা, রোকনুজ্জামান বাবু প্রমুখ।
এ বিষয়ে মোজাফফর আলমেছ হোসেন ভোলা বলেন, “এই শীতকালীন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ শীতার্তদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। ভবিষ্যতে উপজেলার ৬টি ইউনিয়নে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।”
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা সমাজে একতা ও মানবিক মূল্যবোধকে সুসংহত করতে ভূমিকা রাখে।