এ্যাড সাইফুজ্জামান শিখর কে নৌকায় ভোট দেওয়ার আহবান শ্রীপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে উন্নয়ন জনসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফাহাদ হোসেন এমপি বলেছেন,আওয়ামী লীগের রাজনীতিতে মাগুরা একটি স্মরণীয় জেলা। সকলেই বিশ্বাস করে এই এলাকার মানুষেরা জাতির পিতার আদর্শকে ধারন করে। মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।১০০টি ইকোনমিক জোন তৈরি হচ্ছে, পদ্মা সেতু নির্মাণের ফলে মাগুরা থেকে ঢাকার দূরত্ব একবোরেই কমে গেছে। এখন মানুষ সকালে ঢাকা গিয়ে কাজ সেরে বিকেলে বাড়ি ফিরে আসতে পারে। মাগুরা একটি ঐতিহ্যবাহী এলাকা, সকলে জানে, এটি আওয়ামীলীগের দূর্গ। আগামীতে তুখোড় পার্লামেন্টেরিয়ান, বার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. আছাদুজ্জামানের সুযোগ্য পুত্র এ্যাড. সাইফুজ্জামান শিখরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।১০ নভেম্বর শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ,উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথর বক্তব্যে তিনি এসব কথা বলেন ।এছাড়াও তিনি বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাভ• সাইফুজ্জামান শিখর ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে,অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছের বাবলু, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিতের সঞ্চালনায় ,অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহামুদুল গনি শাহীন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মাকসুদুল ইসলাম, পঙ্কজ কুমার সাহা, এছাড়াও উপজেলার প্রায় সকল ইউপি চেয়ারম্যান সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রীপুর উপজেলার ১০০কোটি টাকা ব্যয়ের নির্মিত বিভিন্ন প্রকল্পের মাইলফলক হিসেবে উন্মোচন করেন ।

error: Content is protected !!