এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ৯ থেকে ১১ মের মধ্যে

লেখক: mosharraf hossain
প্রকাশ: 7 months ago

অনলাইন ডেস্কঃ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৯ থেকে ১১ মের মধ্যে প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এখন এই তিনের মধ্য থেকে যেকেনো একদিন ফল প্রকাশ হতে পারে।

গতকাল শনিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

নিয়মানুযায়ী প্রতিবারই পাবলিক পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে তিন দিনের প্রস্তাব পাঠায় শিক্ষা বোর্ডগুলো। তারপর প্রধানমন্ত্রী ওই তিন দিনের মধ্যে যেদিন ফল প্রকাশের বিষয়ে অনুমোদন দেন সেদিন ফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ তৈরি হয়েছে।

এম,এম,হোসেন/নিজ বিডি জার্নালিস্ট ২৪

error: Content is protected !!