প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ
এসআই সেকেন্দার ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ অফিসার
২০২৩ এর মে মাসের অপরাধ পর্যালোচনা সভা ডিআইজি রেঞ্জ কনফারেন্স খুলনায় অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার সকাল দশটায়। উক্ত অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ টি জেলার মধ্যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ সেকেন্দার আবু জাফর ( ৮৩০৪০২৯৬৪৪) কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার),পিপিএম
ও ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান বিপিএম,পিপিএম (বার)তার হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ ৫ হাজার টাকা তুলে দেন। কালীগঞ্জ থানায় ১১ মার্চ ২০২৩ এ দাখিলকৃত ৭ নং ডাকাতি মামলায় ৬ আসামীকে গ্রেফতার, ধৃত ডাকাতদের ১৬৪ ধারার জবানবন্দী নেওয়া এবং চুরি হওয়া ২ টি মোটরসাইকেল উদ্ধার,ঝিনাইদহ থেকে ডাকাতি হওয়া ১ টি মোটরসাইকেল উদ্ধার, মাগুরা ও রাজশাহী থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে এস আই সেকেন্দার আবু জাফর শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। মে মাসের ঝিনাইদহ জেলায় তিনিই একমাত্র এস আই ; যিনি খুলনা ডিআইজি রেঞ্জ কনফারেন্স থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পুরস্কৃত হলেন। ২০০৪ সালে এসআই সেকেন্দার বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৪ এপ্রিল ২০২২ সালে তিনি ঝিনাইদহের কালীগঞ্জ থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে কালিগঞ্জ থানার অনেক জটিল মামলা বিশেষ করে হত্যা মামলা রহস্য উদ্ঘাটন করে, আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণপূর্বক চূড়ান্ত প্রতিবেদনও প্রদান করেছেন সফলতার সাথে ।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এস আই সেকেন্দার আবু জাফর বলেন,পুলিশে যোগদানের পর থেকে ন্যায়, নীতি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।বর্তমানে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মহোদয় ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা মোতাবেক কাজ করায় আমি আজ স্যারদের উপস্থিতিতে খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে পেরেছি বলে আমি মনে করি। আজকের এ পুরস্কার আমার আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে রবে বলে আমি বিশ্বাস করি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা (ওসি)জানান, এস আই সেকেন্দার আবু জাফর তার কর্তব্য-কর্মের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশ পুলিশে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। আজকের এই পুরস্কার গ্রহণ তাকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com