এবার আজ রবিবার সারাদেশে জামায়াতের হরতালের ডাক

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্কঃ

বিএনপির পর এবার আজ রবিবার (২৯
অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক
দিয়েছে জামায়াতে ইসলামী। সংগঠনটির ভারপ্রাপ্ত
সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক
বিবৃতিতে এ ঘোষণা দেন।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

মাওলানা এটিএম মাছুম বিবৃতিতে বলেন, ‘শাপলা চত্বরে জামায়াতের ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে সরকার দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। অথচ মিটিং-মিছিল করা যে কোনো রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার।

তিনি বলেন, ‘জামায়াতের মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বাস, লঞ্চ ও ট্রেন থেকে নামিয়ে গ্রেফতার করা হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক ও অনভিপ্রেত। আমি সরকারের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এম,এম,হোসেন/নিউজবিডিজার্নালিস্ট২৪

error: Content is protected !!