এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 weeks ago

এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
…..”
কবিতায় কালজয়ী এই আহবান রেখে ওপারে চলে গেলেন ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের প্রিয় কবি হেলাল হাফিজ! একদিন অভিমান করে লিখেছিলেন –
“এতকিছু দিলাম তাবু তোর ভরলো না মন
এইনে হারামজাদি একটা জীবন”

মহান মালিকের কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আমিন।

error: Content is protected !!