এক সময়ের ব্যবসায়ী এখন চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

সুমন হাসান,কয়রা খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের মো.মনিরুল ইসলাম (৩৫) চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী। এক সময় ব্যবসা করে বউ বাচ্চা নিয়ে ভালোই চলছিল তাঁর সুখের সংসার।হঠাৎ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ভিটে মাটি বিক্রি করে চিকিৎসা করে সব সহায় সম্ভল শেষ করে ঠাঁই হয়েছে এখন গোবরা গুচ্ছ গ্রামের ১৭৩ নম্বর ঘরে।অভাবের সংসারে মনিরুল কে রেখে বউ বাচ্চা কে নিয়ে অন্যত্র চলে যায়। তারপর অসহায় মনিরুল ইসলাম কে তার মা বিভিন্ন গ্রামে গ্রামে ভিক্ষা করে কোন রকমে খাওয়ায় কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় দিন দিন মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে অসহায় মনিরুল ইসলাম।

মনিরুলের মা আমেনা বেগম বলেন,চিকিৎসা করাতে পারলে ছেলেটা চলাফেরা করতে পারতো।এখন ডাইবেটিসের কারণে চোখে ঠিকমত দেখে না,হাঁটা চলা করতে পারে না। তবে ডাক্তার বলেছে ঠিক মতো চিকিৎসা করাতে পারলে আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। আমি ভিক্ষা করে কোন রকমে দিন চলি তারপরও আমরা দুবেলা ঠিকমত খেতে পারি না,খুব কষ্টে আছি আমরা। আমি ছেলের চিকিৎসার জন্য সকলের কাছে একটু সহযোগিতা চাই।

 

error: Content is protected !!