এক যুগ পর ঐতিহ্যবাহী বৌশেরগড়  ঈদগাহ মাঠে স্থায়ীভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত 

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

জাবির আহমেদ জিহাদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার ঐতিহ্যবাহী বিখ্যাত এক মাঠ  বৌশের গড় ঈদগাহ। ২০১০ সালের পূর্বে রাক্ষসী যমুনাও নদীর গর্ভে এ মাঠটি বিলীন হয়ে যায়।
৪০ গ্রামের লোক সংখ্যা নিয়ে এ মাঠে বিশাল জামাত অনুষ্ঠিত হতো। নদী ভাঙ্গার পর মাঠের জামায়াত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর অস্থায়ীভাবে চিনাডুলি ফাজিল মাদ্রাসা,চিনাডুলী এসএন উচ্চ বিদ্যালয় , দক্ষিণ চিনাডুলি দাখিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এ মাঠে দীর্ঘদিন ধরে নামাজ পড়িয়ে আসতেছেন খন্দকার মোহাম্মদ লিয়াকত আলী সাহেব।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এ মাঠে স্থায়ীভাবে কোনো জামাত অনুষ্ঠিত হয়নি। ২০২৪ সালে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় পুরো ইসলামপুর জুড়ে এক চাঞ্চলতার সৃষ্টি হয়েছে।
এতে এলাকার চাকরিজীবী,সাধারণ লোকজন হাজার হাজার টাকা দান করে।সবার মাঝে এক অন্যরকম খুশি বিরাজ করে।
ঐতিহ্যবাহী এই বৌশেরগড় ঈদগাঁহ মাঠে সকাল ৮ টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের পর মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
error: Content is protected !!