প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
একটি গাভীর তিনটি বাছুরের জন্ম
স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডে একটি ফ্রিজিয়ান জাতের গাভীর তিনটি বাছুরের জন্ম হয়েছে।
গতকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার রাত ১২:০০ ঘটিকায় রাধাকৃষ্ণপুর (চৌধুরী পাড়া) এলাকার মোঃ. কামরুজ্জামান (৪০) তার একটি ফ্রিজিয়ান জাতের গাভীর একই সময়ে তিনটি বাছুরের জন্ম নেয়। বাছুরের জন্মের কথা শুনে বিভিন্ন এলাকা থেকে লোকজন দু'চোখ দেখার জন্য কামরুজ্জামানের বাড়িতে ভিড় জমায় এবং মোবাইল ফোনে ভিডিও ছবি তোলার হিড়িক পড়েছে।
গাভী পালনের উদ্দেক্তা কামরুজ্জামান সঙ্গে কথা বলে জানাযায় একটি ফ্রিজিয়ান গরু বাজার থেকে কিনে নিয়ে আসেন সেটি দিয়ে তার গাভী পালনের শুরু হয়। একটি দিয়ে দুইটি হয় সেই ফ্রিজিয়ান গাভীটির বাছুর দেয় এবার তিনটি সেই খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে দেখার জন্য ভিড় জমায়। তিনি আরোও বলেন আমি খুবই খুশি এই ফ্রিজিয়ান জাতের গাভীটি এবছর তিনটি বাছুরের জন্ম দিয়ে। আল্লাহ চাইলে কিনা করতে পারে আমার মনের আশা পূরণ করেছে।
গবাদি পশুর ডা. রুস্তম আলী জানান এরকম ঘটনা খুব কম দেখেছি বা শুনেছি তিনটি বাছুরেই বর্তমান সুস্থ্য আছেন কোন সমস্যা নেই। তবে বাছুর গুলোকে বাড়তি যত্ন ও খাবার প্রয়োজন হবে।
এলাকাবাসী স্বপ্নের মিয়ার সঙ্গে কথা বলে জানাযায় তিনি বলেন কামরুজ্জামান ছোট একটি ফ্রিজিয়ান জাতের গরুর বাছুর বাজার থেকে কিনে নিয়ে আসেন সেটিকে লালন পালন করে বড় করেন তিনি। সেই ছোট গরুটি আজ ফুটফুটে তিনটি বাছুরের জন্ম দিয়েছে দেখে আমার খুব ভালো লাগলো।
এরকম ঘটনা আমার জীবনের প্রথম দেখলাম।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com