জামালপুর প্রতিনিধি:
২০২১-২০২২ সেশনের ২৩ ব্যাচের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় দিলেন সরকারি ইসলামপুর কলেজের প্রভাষক মঞ্জুরুল হক।শনিবার (১২ আগস্ট) দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত বিদায়ী সংবর্ধনা বিভিন্ন ধাপে সম্পন্ন হয়।অনুষ্ঠানে সরকারি ইসলামপুর কলেজ,ইসলামপুর মহিলা কলেজ এবং জে.জে.কে.এম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল হক ২০২৩ ব্যাচের এইচএসসি পরিক্ষার্থীদের আইসিটি বিষয়ে ভালো ফলাফল কিভাবে করা যায় সে সম্পর্কে দিক নির্দেশনা দেন।তিনি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমরা পরিক্ষা দিবে চিন্তা মুক্ত।মনে ভয় ভীতি রাখা যাবে না।আর অবশ্যই পরিক্ষার রুটিন সংগ্রহে রাখবে।বিদায়ী ব্যাচের ছাত্র ছাত্রীদের নিয়ে কেট কাটে অনুষ্ঠানের সুচনা হয়।সকল শিক্ষার্থীকে মঞ্জুরুল হকের পক্ষ থেকে দুপুরের নাস্তা করান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মাদ জিহাদ আহম্মেদ,মেহেদী হাসান এবং শিথিলা আক্তার।সকল বক্তারা শিক্ষক সহ সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন ও দোয়া প্রার্থী।বিদায়ী শিক্ষার্থীরা মঞ্জুরুল হকের জন্যে কিছু পণ্য গিফ্ট হিসেবে প্রদান করেন ।উল্লেখ্য,আগামী ১৭ আগস্ট সারাদেশব্যাপি এইচএসসি পরিক্ষা।দেশের বিভিন্ন জায়গায় ৫০ মার্কে পরিক্ষা এবং পেছানোর দাবিতে আন্দোলন চলছে।