কলকাতা থেকে, মনোয়ার ইমাম:
দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের উস্তি থানার উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হয়েছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তত্ত্বাবধানে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
উস্তি থানার ওসি আব্দুল মারজান ও তাঁর অধীনস্থ পুলিশ অফিসার, ট্রাফিক কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সমন্বয়ে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। পাশাপাশি, এনসিসি সদস্য, উস্তি কে.সি.পি. পাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন এনজিওর সদস্যরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক উন্নয়ন বোর্ডের আধিকারিক আসিফ ইকবাল, ব্লক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সব্যসাচী গায়েন এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পথচারীদের সচেতন করা ও যানবাহন চালকদের নিয়ম মেনে চলার আহ্বান জানানো। উস্তি থানার ওসি হেলমেটবিহীন চালকদের হেলমেট পরিয়ে পথ চলার নির্দেশনা দেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য জনগণের কাছে আবেদন করেন।
আগামী এক সপ্তাহ ধরে ডায়মন্ড হারবার জেলা পুলিশের তত্ত্বাবধানে এই পথ নিরাপত্তা সপ্তাহ চলবে, যেখানে পথ নিরাপত্তা নিয়ে আরও নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।