প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মনিরামপুর জামায়াত নেতা অধ্যাপক ফজলুল হক
মনিরামপুর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও মনোনয়ন ফরম জমা দেওয়ার আগ মূহুর্তে সরে দাঁড়ালেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক ফজলুল হক।
সোমবার ১৫ এপ্রিল দুপুর আনুমানিক ৩ টার দিকে এক ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাসে আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
উপজেলা উন্নয়ন ফোরাম নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সোমবার ১৫ এপ্রিল রাতে মুঠোফোনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ফজলুল। নির্বাচন থেকে সরে দাঁড়াতে কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। উপজেলা উন্নয়ন ফোরামের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় অংশ নিয়েছিলাম। প্রচারণার সময় সবার সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। কেউ কোনোধরনের চাপ প্রয়োগ করেনি।
ফেসবুকে আপলোড দেওয়া স্ট্যাটাস বার্তায় অধ্যাপক ফজলুল হক, বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচনী প্রচারণার সময় আমি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। সেজন্য আমি সবার নিকট চির কৃতজ্ঞ। আমি অতীতে সবার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com