উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচারের মাধ্যমে ভালো কাজে উৎসাহ দেওয়া উচিত – এসএম ইয়াকুব আলী

লেখক: mosharraf hossain
প্রকাশ: 10 months ago

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর-৫ মণিরামপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। দায়িত্বশীলদের সকল কর্মকান্ড সাংবাদিকদের মাধ্যমে জনসম্মুখে প্রকাশিত হয়। তাই উন্নত জাতি গঠনে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচারের মাধ্যমে ভালো কাজে উৎসাহ দেয়া উচিত। আবার ভুলভ্রান্তি হলে সমালোচনা থাকবে, তবে তা যেন হয় গঠনমূলক। কোনো অবস্থাতেই যেন রাগ বা ক্ষোভের বশে কোন সংবাদ প্রকাশিত না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসএম ইয়াকুব আলী এমপি আরও বলেন, ‘আমি যদি কোনো অপরাধ করি আমার বিরুদ্ধে আপনাদের কলম চালাতে দ্বিধাবোধ করবেন না। চাঁদাবাজ, ধান্দাবাজ, মাদক কারবারী, দখলবাজ যারাই হোক, যে দলেরই হোক, যে পেশারই হোক না কেন আমি তাকে ছাড় দিবো না।’
সংবর্ধনা সভায় আরও বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, অফিসার ইনচার্জ এবি এম মেহেদী মাসুদ, আওয়ামী লীগ নেতা হাসেম আলী, গৌর কুমার ঘোষ, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক তপন ভট্টাচার্য্য, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, সহ-সভাপতি জিএম ফারুক আলম, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, নির্বাহী সদস্য মনিরুজ্জামান, সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দীন, মোহাম্মাদ বাবুল আকতার, অশোক কুমার বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুন সোহান।
সংবর্ধনার শুরুতে নবনির্বাচিত এমপি ও প্রেসক্লাবের দাতা সদস্য এস এম ইয়াকুব আলীকে ক্রেস্ট প্রদান করা হয়।

error: Content is protected !!