ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো যশোর পুনাক

লেখক: mosharraf hossain
প্রকাশ: 8 months ago

স্বীকৃতি যশোর, যশোরঃ

আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন যশোর পুনাকের নেতৃবৃন্দ।
আজ রবিবার (৭ ই এপ্রিল) দুপুর বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী(ভারপ্রাপ্ত ) নুসরাত রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় তিনি বলেন, আমরা জেলা পুলিশের পাশা-পাশি পুনাকের সদস্যরা সামাজিক ও বিভিন্ন ধরনের উৎসবে সমাজের পিছিয়ে পড়া লোকেদের জন্য কিছু করার চেষ্টা করে থাকি, আজকের এই আয়োজনও তার অংশবিশেষ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমার্যাদার কর্মকর্তাগণ।

error: Content is protected !!