ঈগলের পক্ষে নেতৃত্ব দিয়ে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে হরিদাসকাটি ইউনিয়নের দুই নেতা

লেখক: mosharraf hossain
প্রকাশ: 10 months ago

আনোয়ার পারভেজ (অনুজ), বিশেষ প্রতিনিধিঃ

ঈগলের পক্ষে নির্বাচনের নেতৃত্ত দিয়ে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে মনিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের দুই নেতা।
মনিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের দুই নেতা নিরঞ্জন প্রসাদ বিশ্বাস (সাবেক চেয়ারম্যান) এবং প্রণবকুমার বিশ্বাস (মেম্বর), দুইজনই জনপ্রিয় নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরা গোপনে নয় বরং প্রকাশ্যে ওই ইউনিয়নে ঈগল প্রতীকের প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলীর পক্ষে নেতৃত্ব দিয়েই নির্বাচনী কাজ করেছিলেন।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় সরাসরি হত্যার হুমকি পেয়ে হাজিরহাটে অনুষ্ঠিত নির্বাচনী সভায় নিরঞ্জন প্রসাদ বিশ্বাস মাইকে তার বক্তব্যে বলেছিলেন আমার বয়স হয়েছে, কাজেই আমাকে চিতায় ওঠানোর পূর্ব পর্যন্ত আলহাজ্ব ইয়াকুব আলীর পক্ষ থেকে সরানো যাবেনা।
আর প্রণব কুমার বিশ্বাসের ভূমিকাও ছিল একই রকম।

শতভাগ হিন্দু ভোটার তার এই ভোট কেন্দ্রে, অথচ সেই কেন্দ্রেই ঈগল প্রতীকের প্রার্থী বিজয়ী। এছাড়াও আরো অনেক কর্মী প্রকাশ্যে কাজ করেছেন। তবে পূর্ব সম্পর্ক ভাল থাকার সুবাদে নিরঞ্জন প্রসাদ বিশ্বাস এবং প্রণব মেম্বরের সাথে নির্বাচনের মধ্যে আমার কথা হতো। তাদের সাথে কথা বলে মনে হতো নির্বাচনে প্রার্থী ইয়াকুব আলী নয় বরং নিরঞ্জন দাদা এবং প্রণব মেম্বর নিজেই যেন প্রার্থী।
আলহাজ্ব ইয়াকুব আলী বিজয়ী হবার সাথে সাথে প্রণব মেম্বর আমাকে মেসেজ দিয়ে বললো, ভাই এতো বেশি খুঁশি হয়েছি যে, মনে হচ্ছে আমার পুত্র সন্তান হয়েছে।

error: Content is protected !!