প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালালেও মনোনয়ন দাখিল করেনি ১জন অনলাইনে ৮ জন দাখিল
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সূচি অনুযায়ী দ্বিতীয় ধাপে ২১ মে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকেম১ জন প্রার্থূ পচারণা চালিয়েও মনোনয়নপত্র দাখিল করেননি।বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী।
২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আ. ছালাম ও জাতীয় পার্টির নেতা মো. মশিউর রহমান অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আ. খালেক আখন্দ, সাবেক ছাত্রনেতা মো. ফারুক ইকবাল (হিরু) ও মো. আব্দুল লতিফ মিয়া অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া, যুব মহিলা লীগ সভাপতি মোছা. আবিদা সুলতানা যুথী ও যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক আঞ্জুমানয়ারা বেগম মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা অধ্যাপক খলিলুর রহমান সম্পূর্ণ নির্বাচনী প্রচারণা চালিয়েও অনলাইনে মনোনয়ন দাখিল করেননি। ইসলামপুর পৌরসভা সহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে লিফলেট বিতরণ করেন তিনি। এদিকে পুরো এলাকা জুড়ে তার পোস্টারও লক্ষ্য করা যায়।
এ বিষয়ে অধ্যাপক খলিলুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ মোতাবেক আমি অনলাইনে কোন মনোনয়ন সংগ্রহ করিনি।
এই উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com