ইসলামপুরে ৫ শিক্ষার্থী ও ৭ শিক্ষকের অব্যাহতি

লেখক: Champa Biswas
প্রকাশ: 8 months ago

আবু সাঈদ (ইসলামপুর)জামালপুর:

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এসএসসি ও সমমান দাখিল পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র পর্যবেক্ষণে অবহেলার দায়ে একটি দাখিল পরীক্ষাকেন্দ্রে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জন কক্ষ পর্যবেক্ষক শিক্ষককে পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।রোববার (৩ মার্চ) উপজেলার পৃথক ৩টি এসএসসি ও দাখিল পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইংরেজি পরীক্ষা চলাকালে ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করার দায়ে ৩ জন এবং গুঠাইল সিনিয়র মাদ্রাসাকেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া একই অপরাধে পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালে গোয়ালেরচর উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, ইসলামপুর কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জন শিক্ষককে কক্ষ প্রত্যবেক্ষকপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন— মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. হাফিজুর রহমান, কড়ইতলা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. রফিকুল ইসলাম, রামভদ্রা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, চিনাডুলী ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ, মহলগিরী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক শরিফা আক্তার, পশ্চিম গংগাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ এবং পোড়ারচর এমএমএ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মোমেনা খাতুন।

কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার ২০ টির দাখিল মাদ্রাসার ৪৭১ শিক্ষার্থী এবার ইসলামপুর কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। এ ছাড়া ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩৭ জন শিক্ষার্থী গোয়ালেরচর উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

উপজেলার গুঠাইল সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রের সচিব ও দক্ষিণ চিনাডুলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ওসমান গনী সিদ্দিক বলেন, এক জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গোয়ালেরচর উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব ও গোয়ালেরচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রেজ্জাক বলেন, কেন্দ্রটি পরিদর্শন করে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম স্যার আমাকে নির্দেশনা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রের সচিব ও মহলগিরী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. তোফাজ্জল হোসেন বলেন, কেন্দ্রটি পরিদর্শন করে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে ইউএনও স্যার আমাকে নির্দেশনা দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

এ ছাড়া দায়িত্ব অবহেলার দায়ে ৭ জন শিক্ষককে পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ’পৃথক ৩টি পরীক্ষাকেন্দ্রে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার দায়ে পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৭ জন শিক্ষককে।

error: Content is protected !!