“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ ৭ সেপ্টেম্বর (শনিবার) ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ছাত্রশিবিরের শুধী ও জননশক্তি সমাবেশ ২০২৪।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো: গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সভাপতি আহমদ সালমান এবং সভাপতির দায়িত্ব পালন করেন ইসলামপুর থানা সভাপতি মো: আহসান উল্লাহ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামপুরের নায়েবে আমির খন্দকার লিয়াকত আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর থানা শাখার অফিস ও পাঠাগার সম্পাদক এহসানুল বারী আম্মার।
তিনি বলেন ইসলামি ছাত্রশিবির কোনো জঙ্গি সংগঠন না। এখানে ছাত্রদের ইসলামিক বিধিবিধান সম্পর্কেই প্রশিক্ষণ দেওয়া হয়। তাই আপনারা ছাত্রশিবিরের ছায়াতলে আসুন দেখুন এবং বুঝুন যে ছাত্রশিবিরা কি করে।
আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো: গোলাম কিবরিয়া
তিনি তরুণ ছাত্রদের উদ্দেশ্যে বলেন আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা অর্জন করিনি ফ্যাসিস্ট সরকার আমাদের নানাভাবে চক্রান্ত করছে। তাই আমাদের তরুন ছাত্রদেরকে মেধাবী হয়ে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ইসলামি রাষ্ট্র পরিচালনা করতে হবে।
এরপর অনুষ্ঠানের সভাপতি আহসান উল্লাহর নির্দেশে অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।