জাবির আহম্মেদ জিহাদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামপুর উপজেলা শাখা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা পর্যায়ের শিবিরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শিবিরের সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর থানা শাখার সেক্রেটারি আহসানুল বারী আম্মার, ছাত্রকল্যাণ সম্পাদক মো. রহমতুল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ মোহাম্মদ কুদরতুল্লাহ, ইসলামপুর পৌরসভা সভাপতি শিব্বির বিন জিয়া, পৌর সেক্রেটারি মো. সুজন, সাহিত্য সম্পাদক মো. আবু সাঈদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আনিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জনাব আসাদুল ইসলাম তার বক্তব্যে বলেন, "ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। আজকের এই কার্যক্রম তারই অংশ। ভবিষ্যতেও আমরা মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।"
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, "মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই শিক্ষার্থীরা নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।"
এই কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও কৃতজ্ঞতার পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।