ইসলামপুরে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

জাবির আহম্মেদ জিহাদ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুর জেলার ইসলামপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট . আব্দুস সালাম, সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস প্রমূখ বক্তব্য রাখেন।আলোচনা সভায় বক্তারা বলেন, তথাকথিত সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের এদিনে শুরু হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যার ধারাবাহিক প্রক্রিয়া।স্বাধীনতা বিরোধীরা আবারও সক্রিয় হয়েছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সোচ্চার থাকার আহবান জানান ধর্ম প্রতিমন্ত্রী।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক সরদার জাকির হক, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান,মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া,যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি।আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের উপজেলা সভাপতি নূরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন প্রমুখ।

error: Content is protected !!