ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মোলন অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

জাবির আহম্মেদ জিহাদ:

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় গুঠাইল বাজার কাচারী মাঠ প্রাঙ্গনে পশ্চিম ইসলামপুর জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন সম্পন্ন হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমির খন্দকার মাওলানা লিয়াকত আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সফল সংসদ সদস্য,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাবেক সভাপতি, বার বার কারা নির্যাতিত মজলুম জননেতা বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামায়েতে ইসলামীর সিনিয়র নায়াবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল সংসদ সদস্য,অধ্যাপক মজিবুর রহমান প্রথমে বলেন, বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরন করি ও বাংলাদেশ জামায়াতের ইসলামী ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে কাজ করে থাকে। ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দলটি। দুর্নীতি দমন করা না হলে নীতি আসবে না।

তিনি আরো বলেন একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশ আজ মুক্ত। দলকে আরো মজবুত ও সৃদৃড় করতে কাধে কাধ মিলিয়ে সবাইকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষাবিদ, গবেষক,লেখক, সাংবাদিক অধ্যক্ষ ড. ছামিউল হক ফারুকী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার সেক্রেটারি রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামপুর উপজেলা শাখার কর্মী সম্মেলনের সভাপতিত্বে করেন উপজেলা আমির খন্দকার মাওঃ লিয়াকত আলী এছাড়াও উপস্থিত ছিলোন, জামালপুর জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক খলিলুর রহমান, ইসলাপুর পৌর জামায়াতে আমির আবু মুছা,উপজেলা নায়েবে আমির মাও আমজাদ হোসেন, সাবেক শিবির উপজেলা অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, শিবির সভাপতি আহসান উল্লাহ,সেক্রেটারি জুনাইদ আল হাবিব জিহাদ, অফিস সম্পাদক এহসানুল বারি আম্মার, অর্থ আরিফুল ইসলাম সহ প্রমুখ।

error: Content is protected !!