ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্যারেন্টিং কনফারেন্স ২০২৪ খ্রিষ্টাব্দ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত এই সম্মেলনে ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. শফিকুল ইসলাম (পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়)। তিনি বলেন, “সন্তানদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ আলোকিত করা সম্ভব। আজকের এই কনফারেন্স পিতা-মাতার ভূমিকার গুরুত্ব আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজাহান সিরাজ। তিনি বলেন, “শিক্ষা শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়, পরিবার থেকেই এর শুরু। পিতা-মাতা যদি সন্তানদের প্রতি সচেতন হন, তাহলে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়ন অনেকাংশে নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সাদ্দাম। তিনি তার বক্তব্যে বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষ সব সময় শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নের প্রতি দায়বদ্ধ। অভিভাবকদের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমে আমরা এ দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে চাই।”
বিশেষ অতিথি মোহাম্মদ রেজাউল করিম বলেন, “শিশুদের সঠিক পথ দেখাতে পিতা-মাতা ও শিক্ষকদের মধ্যে সেতুবন্ধন অত্যন্ত জরুরি। এই কনফারেন্স সেই উদ্দেশ্য পূরণে একটি কার্যকর ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের শেষ অংশে অভিভাবকরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাদ্রাসার এমন উদ্যোগের প্রশংসা করেন। আয়োজক কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
এই কনফারেন্স ইসলামপুর এলাকায় পিতা-মাতার সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সঠিক মূল্যবোধে গড়ে তোলার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।