প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ
ইসলামপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান অনুষ্ঠিত
“একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে”
এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ জুন) শিবিরের সাংগঠনিক অফিসের সামনে শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার এবং সবাইকে কমপক্ষে একটি করে ফলজ বনজ এবং ঔষধী গাছ রোপন করার পরামর্শ দেন শিবির নেতারা।
প্রতিবছর বর্ষাকালে সারাদেশে ছাত্রশিবির লাখ লাখ বৃক্ষরোপন করে থাকে।২০২৪ সালে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে ১৫ জুন থেকে, শেষ হবে আগামী জুলাই মাসের ১৪ তারিখ।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচি অভিযানে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা শিবিরেরে সভাপতি। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশ দিয়ে যে হারে গাছ কাটা হচ্ছে সে তুলনায় বৃক্ষরোপন করা হচ্ছে না। যার কারনে খরা প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি হচ্ছে। সুতরাং দেশকে ভালবাসতে হলে আমাদেরকে এই মৌসুমে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। আমরা কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে প্রচুর তাপমাত্রা বয়ে যাচ্ছে। যদি বেশি বেশি বৃক্ষরোপণ করি তবেই এই তাপমাত্রা থেকে আমরা রেহাই পাবো।
থানা সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি জুনাইদ আল হাবিবের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, অফিস সম্পাদক এহসানুল বারি আম্মার, রহমতুল্লাহ, মো: রনি, মুগ্ধ চৌধুরি, কে.এম আব্দুল্লাহ সহ অনেকে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com