জাবির আহম্মেদ জিহাদ:
ইলশে গুঁড়ি!ইলশে গুঁড়ি!
আশ্বিন মাসে ওই!
ইলিশ মাছের ডিম ছেড়েছে
মাছের দেখা কই?
ইলশে গুঁড়ি!ইলশে গুঁড়ি!
টাটকা তাঁজা চাই,
খোকা-খুকি আয়রে সবাই
ইলশে ধরে খাই।
ইলশে গুঁড়ি!ইলশে গুঁড়ি!
ধরবো মোরা আজ,
কোথায় পাবো মাছের রাজা!
কোন নদীরই মাঝ?
ইলশে গুঁড়ি!ইলশে গুঁড়ি!
আহা! হলদে ডিম,
পদ্মা নদীর মাঝে পাবো
দিনটা থাকুক হিম।
ইলশে গুঁড়ি!ইলশে গুঁড়ি!
চাখবো সবে খুব,
ইলশে গুড়ি মাছের রাজা
দেবো তাতে ডুব!