মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকারদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে ১৫ নভেম্বর সকাল ৯ টায় গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কমপ্লেক্সে মাওঃ আল আমিন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আবু সউদ মোঃ আব্দুল অদুদ , ফিল্ড সুপারভাইজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ সিবগাতুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, আপনার সবাই শিক্ষক,সেই সাথে ইমাম।ইমামগণই সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। শিক্ষকতার মত মহান পেশায় জড়িত। আপনারা মানুষ গড়ার কারিগর। ছোট কোমলপ্রাণ শিশুদের শিক্ষা দান করা আপনাদের মূল কাজ। এসময়ে তারা যে শিক্ষা লাভ করে তা তাদের হৃদয়ে গেঁথে যায়। শিক্ষকতার পাশাপাশি সমাজ ও রাষ্ট্র তথা সর্বোক্ষেত্রে আপনানদের দায়িত্ব রয়েছে। সকল মানুষ আপনাদের কথা শোনে ও মানে। আপনাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বেশি বেশি অধ্যায়ন করতে করবেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিবেন।
মসজিদের খুতবায় সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকের কুফল, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিষয়ক আলোচনা রাখবেন বলে আমি আশাবাদী।
এছাড়াও উপস্হিত ছিলেন মোঃ মাসুদ আলম, পরিচালক দি চাইল্ড কেয়ার একাডেমি ও সাংবদিক, মউশিক শিক্ষক, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার , মসজিদ পাঠাগার শক্তিশালীকরণ প্রকল্পের কেয়ারটেকার, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ ও মডেল মসজিদের জনবল অংশ গ্রহণ করেন।