ইফার আয়োজনে অনুষ্ঠিত হল জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা ২৪

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

মোঃমাসুদ আলম, ব্যুরোচীফ রাজশাহীঃ

ইসলামিক ফাউন্ডেশন গোদাগাড়ী উপজেলার আয়োজনে ২০২৪ সালের জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি সোমবার -২০২৪খ্রি. শাহ সুলতান(রহ:) কামিল মাদ্রাসায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় অংশ নেই শতাধিক ছাত্র ছাত্রী। সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানের শুরু হয়।সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা আসতে শুরু করে।নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেই।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আব্দুল অদুদ, ফিল্ড সুপারভাইজার, গোদাগাড়ী উপজেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের মধ্যমণি মাওলানা মো. হায়াত আলী, অধ্যক্ষ, শাহ সুলতান কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আনোয়ারুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল, শাহ সুলতান কামিল মাদ্রাসা, গোদাগাড়ী।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ষষ্ট শ্রেণির শিক্ষার্থী মো: মোব্বাসির এর সাথে কথা বললে তিনি নিউজ বিডি জার্নালিষ্ট ২৪.কম কে জানায় আজকে প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে। এখানের সর্বিক পরিবেশ খুব সুন্দর।

error: Content is protected !!