ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন দিরাই উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সুনামগঞ্জ প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ মেম্বারদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ ১১ দাবি জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন দিরাই উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির নেতারা।

মঙ্গলবার সকাল ১১টায় জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় দাবিগুলো উত্থাপন করা হয়।

মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এবং সুমন চৌধুরী ও আলমগীর হোসেন এর যৌথ সঞ্চালনায়
উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ-এর সদস্যরা উপস্থিতি ছিলেন।

দাবিগুলো হলো,১। সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে কমপক্ষে ৩০হাজার করতে হবে।
২। সরকারি কর্মকর্তা-কর্মচারীর ন্যায় উৎসব ভাতা দিতে হবে।
৩। সরকারি কর্মকর্তা-কর্মচারীর ন্যায় চিকিৎসা ভাতা দিতে হবে।
৪। প্রতিটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ন্যায় অফিস ও জনবল দিতে হবে।
৫। মেম্বারদের শুল্কমুক্ত মোটরসাইকেল দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৬। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় কমপক্ষে ১ জন পুরুষ ও একজন মহিলা মেম্বার এর উপস্থিত থাকার বিধান নিশ্চিত করতে হবে।
৭। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমপক্ষে ১ জন পুরুষ ও একজন মহিলা মেম্বার এর উপস্থিত থাকার বিধান নিশ্চিত করতে হবে।
৮। অধিকতর তদন্ত ছাড়া ইউপি মেম্বারদের নামে ইচ্ছা করলেই থানায়
মামলা নেওয়া যাবে না।
৯। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইউপি মেম্বারদের আটক বা গ্রেফতার করা যাবে না।
১০। ইউপি মেম্বারগণকে টিএ/ডিয়ের বিধান নিশ্চিত করতে হবে।
১১। ইউপি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্ত মেম্বারদের সম্মানী ও সভা খরচ নিশ্চিত করতে হবে।
পরিশেষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন দিরাই উপজেলা শাখার
৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

error: Content is protected !!