আবদুল কাদির জীবন, সিলেট :
ইউকে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দি বার্ষিক সম্মেলনে নতুন কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রভাষক মো.মাহবুবুর রউফ নয়ন।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ লন্ডনের একটি অভিজাত হলে ইউকে বসবাসরত সুনামগঞ্জ জেলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ইউকেতে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গদের মতামত ভিত্তিতে আবুল লেইছকে সভাপতি ও অধ্যক্ষ সানাওর আলী কয়েছকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দি বার্ষিক সম্মেলনে নতুন কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে প্রভাষক মো.মাহবুবুর রউফ নয়নের নাম ঘোষণা করা হয়।
নয়ন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানী গাও গ্রামের বাসিন্দা ও বরেণ্য শিক্ষাবিদ মো.আব্দুর রউফ ও রত্নগর্ভা মা মোছা: জাহানারা রউফ এর পুত্র।