প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ৪:২৯ অপরাহ্ণ
ইউএনও নেই ১০ মাস, ভোগান্তিতে সাধারণ মানুষ
মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গত প্রায় ১০ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজকর্ম। গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে স্থবিরতা। সঠিকভাবে তদারকি হচ্ছে না বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। এতে বিপাকে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন সাইফুল রহমান ।
বদলিজনিত কারণে তিনি গত মে ২০২২ কর্মস্থল থেকে বিদায় নেন। তাঁর বিদায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয় আর কাউকে পদায়ন করা হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করছেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ে প্রায় বেশ কয়েকটি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জড়িত আছেন। এ ছাড়াও তিনি পাটগ্রাম উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করেন। ইউএনও না থাকায় এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের দায়িত্ব থাকলেও ইউএনও না থাকায় সেটিও হচ্ছে না ঠিকভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘গত ১০ মাস ধরে ইউএনও স্যার নাই। ইউএনও না থাকায় এসিল্যান্ড স্যার দায়িত্ব পালন করতেন। এসিল্যান্ড স্যার দেওয়া হলেও ইউএনও না থাকলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাজ করতে সমস্যায় পড়তে হয়।’ এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ উল্যাহ জানান, জেলায় পাটগ্রাম উপজেলায় ইউএনও পদ খালি আছে। আশা করছি খুবই দ্রুততম নতুন ইউএনও চলে আসবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com