মোঃ মাসুদ আলম,ব্যুরো চীফ রাজশাহীঃ
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় কামারপাড়া বাজারে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির গোদাগাড়ী পশ্চিম সাংগঠনিক শাখার আয়োজনে ৫৪ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান,নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য রাজশাহী – (গোদাগাড়ী তানোর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধাপক আ. খালেক, আমীর, রাজশাহী জেলা, মোঃ রমজান আলী- সভাপতি, রাজশাহী জেলা পশ্চিম, ডক্টর ওবায়দুল্লাহ, সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী,মো: ইলিয়াস আলী, সেক্রেটারি রাজশাহী পশ্চিম, ড. আবুল কলাম আযাদ, সাবেক সভাপতি, রাজশাহী জেলা পশ্চিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: নাজমুস সাকিব নূর, সভাপতি, গোদাগাড়ী পশ্চিম সাংগঠনিক শাখা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দল দুইটি একটি আল্লাহর দল অন্যটি শয়তানের দল। বিগত ৫৪ বছর যারা দেশ চালিয়েছেন তারা কখনো কোরআনের আইন দ্বারা দেশ চালায় নি। কোন নবী রসূল কখনো ধর্ম নিরপেক্ষ ছিলেন না।রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ৫ আগষ্ট দেশ আবার স্বাধীন হয়।
পতন হয় ফ্যাসিবাদী সরকারের। ৫৪ বছর ভারতের আগ্রাসন নীতি আমাদের শোষণ করেছে। দেশে চলেছে প্রহসনের নির্বাচন। এখন সময় এসেছে দেশকে নতুন করে সাজানোর। যারা কোরআনের আইন চালু করবে তাদেরকে সমর্থন করতে হবে। প্রয়োজনে জান ও মাল দিতে হবে। হিজরত করতে হলেও হিজরত করতে হবে।কোরআনের কথা বলতে গিয়ে জেল জুলুম আসতে পারে। ভয়ে দূরে সরে থাকলে চলবে না। অন্যায়ের কাছে কখনো মথানত করা যাবে না।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। পরিবেশনায় ছিলেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংবাদ, বরেন্দ্র শিল্পী গোষ্ঠী, অভিযাত্রী শিল্পী গোষ্ঠী, অনুষ্ঠানে অংশ নেয় হাজার হাজার মানুষ। সঞ্চালনায় ছিলেন, মোঃ আব্দুল জাব্বার,সাবেক এইচ. আর. ডি সম্পাদক, রাজশাহী জেলা পশ্চিম।