আলোচিত সাবেক এসপি বাবুল আক্তারকে শ্রীপুরে সংবর্ধনা

লেখক: এমদাদ মাগুরা
প্রকাশ: 19 hours ago

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:

বহুল আলোচিত পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে সংবর্ধনা দিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামসহ স্থানীয় এলাকাবাসী।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর মিনি স্টেডিয়াম মাঠে তার খালাতো ভাই আব্দুস সাত্তারের নেতৃত্বে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এর আগে, বিশাল মোটরসাইকেল বহর নিয়ে বাবুল আক্তারকে সোনাতুন্দী গ্রামে নিয়ে আসা হয়। সেখানে দ্বিতীয়বারের মতো তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি গ্রামের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

স্মৃতিচারণ করতে গিয়ে বাবুল আক্তার আবেগাপ্লুত হয়ে বলেন, “ছোটবেলায় এই গ্রামের মাটি গায়ে মাখিয়ে খেলার স্মৃতি আজও আমাকে ছুঁয়ে যায়। এটি আমার মায়ের মাটি। এই এলাকার ইতিহাস আমার হৃদয়ের গভীরে গাঁথা।”

তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে সোনাতুন্দী গ্রামে বিনামূল্যে একটি চক্ষু শিবির ক্যাম্প আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত শাসনামলে তিন বছরের বেশি সময় ধরে অন্যায়ভাবে কারাগারে বন্দী থাকার পর গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পান এসপি বাবুল আক্তার।

error: Content is protected !!