শরিফুল খান প্লাবন,মুন্সিগঞ্জ প্রতিনিধি :
প্রায় ২৬ মাস অতিবাহিত হলেও মুন্সীগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মুন্সিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ১০ আগস্ট ২০২১ সালে।
একই বছর ১৭ ডিসেম্বর ১৫-২০ তম গ্রেডের ৩ ক্যাটাগরির জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৮ ডিসেম্বর (ক) পরিবার পরিকল্পনা পরিদর্শক ১০টি পদে ৫২ জন (খ) পরিবার কল্যাণ সহকারী ৯৩টি পদে ৩৮০ জন (গ) আয়া ৮টি পদে ৪০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাদের মৌখিক পরিক্ষা ২১,২২ ও ২৩ ডিসেম্বর হবার কথা থাকলেও ২০ তারিখ রাত নয়টায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় মৌখিক পরীক্ষা আগামী ২,৩,৪ জানুয়ারী ২০২২ এ অনুষ্ঠিত হবে।
পহেলা জানুয়ারি রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিত করা হয়। যে মৌখিক পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি।
তিনটি পদে ১১১জন নিয়োগ দেয়া হবে এর জন্য অপেক্ষায় আছে ৪৮১ পরিক্ষার্থী ও তাদের পরিবার। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রাথী বলেন, প্রতিটি অধিদপ্তর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের ১/২ মাসের মধ্যে মৌখিক পরীক্ষা নেন। কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল ২৬ মাস পেরিয়ে গেলেও এখনো মৌখিক পরীক্ষা হচ্ছে না। আর কত অপেক্ষা করতে হবে আমাদের?
আরেক চাকরিপ্রার্থী বলেন, কবে মৌখিক পরীক্ষা নেয়া হবে,সে বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলছে না। মুন্সীগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অফিসে গেলে তারা বলে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে। আর জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তারা বলেন জেলা পরিবার পরিকল্পনার অফিসে যোগাযোগ করতে।
মৌখিক পরীক্ষার অপেক্ষায় থাকা আরেক জন বলেন, আমাদের পরে পরিক্ষা নিয়ে দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা গত ২৬-০৭-২০২৩ তারিখে চুরান্ত ফলাফল প্রকাশ করেছে।
হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে এখন ৪৮১ জন আছে ১১১ জনের মধ্যে থাকার চেষ্টা করছি কিন্তু ভরসা পাচ্ছি না আদো কি হবে মৌখিক পরীক্ষা? কৃর্তপক্ষের কাছে অনুরোধ করছি দয়াকরে আমাদের মৌলিক পরিক্ষাটি নিন আমাদের কে আর অপেক্ষায় রাখবেন না।