আমীর খসরুর বাসা ঘেরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর: বিএনপি

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্কঃ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রবিবার (২৯ অক্টোবর) বেলা পোনে ১১টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পাশাপাশি বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসভবন আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখার খবর পাওয়া যায়। সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।

বিএনপি মহাসচিবের আটকের বিষয়ে দলের
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল
কবির খান বলেন, সকাল ৯টার আগে থেকে
মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে
সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাসা থেকে তুলে
নিয়ে যায় ডিবি পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, মির্জা ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা গেছে।

সি,বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট২৪

error: Content is protected !!