তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চলছে জমজমাট প্রচার প্রচারণা। সাধারণ মানুষের দোয়ারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।৩ই মে রোজ শুক্রবার মণিরামপুর রাজগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় টিয়া পাখি প্রতীকের গণসংযোগ করছেন ডিএম শরিফুল ইসলাম, সহ তার বাল্য বন্ধু মানবিক ডাঃ মেহেদী হাসান সহ একঝাঁক নেতা কর্মী। গণসংযোগ কালে ডিএম শরিফুল ইসলাম গণমাধ্যম জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন কে জানায়।দীর্ঘ ২০ বছর যাবত দেখেছি ভোটের সময় ভোটারদের দোয়ারে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে আসেন।কিন্তু নির্বাচিত হওয়ার পরে কেও আর গরীব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের খোজখবর রাখেন না।আমি দীর্ঘ দিন যাবত ছাত্র রাজনীতি করেছি।এবং দীর্ঘ কয়েকটি বছর প্রবাসে থেকে দেখেছি,সাধারণ মানুষ কে পুজি করে প্রতিনিধিরা টাকার পাহাড় করছে।
সাধারণ মানুষের মুখের আহার কেড়ে নিয়ে নিজে রাজভোজ খাচ্ছে।আমি রাজভোজ নয়,আমি গরীবের সাথে ঝাল পিঁয়াজ দিয়ে পান্তাভাত খেতে চাই,তাদের সাথেই।
আমি প্রবাসে থেকে সকল দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করেছি।আমার নির্বাচনে আসার একটি কারন, সুবিধাবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া।আমার কাছ থেকে একটি মানুষ অবহেলিত হবে না।আমি একটি কথা দিয়ে গেলাম একটি মানুষ আমাকে নিয়ে কখনো কোন দিন অভিযোগ দিতে পারবে না।আমি গরীবের প্রতিনিধি হতে চাই।
এবিষয়ে ডাঃ মেহেদী হাসান জানায়,শরিফুল আমার বাল্য বেলার বন্ধু। আমি সেই ছোট্ট থেকে তাকে চিনি।ও দীর্ঘ দিন যাবত তাকে ছাত্র রাজনীতি করতে দেখেছি।সে ছাত্র জীবন থেকে অসহায় গরীব মানুষের পাশে থাকতে দেখেছি।
কিন্তু তার একটিই কথা ছিলো আমি গরীব অসহায় মানুষের জন্য যে সহযোগিতা করছি সেটা কখনো নিউজ বা ফেইসবুকে পোস্ট করোনা।আমি কখনো নির্বাচন করবো না যে আমি প্রচার করবো।সর্বশেষ বিগত দিনের বিভিন্ন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছি।সর্বশেষ আমি ওকে বললাম তুমার যখন গরীবের জন্য এতো মায়া তা হলে গরীবের জন্য কিছু করো।সেই সুত্র পাতে আজ সে গরীবের জন্য, গরীব অসহায় মানুষ কে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ভাইস চেয়ারম্যান প্রার্থী আপনাদের প্রতিনিধি হিসাবে টিয়া পাখি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন।আপনারা সবাই টিয়া পাখি মার্কায় ভোট দিয়ে আপনাদের বিজয় ছিনিয়ে আনুন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স.ম. আলাউদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী।