আমার প্রিয় গুরু
আলিফ হাসান
কবি লেখে কবিতা
কথায় থাকে জ্ঞান,
যার কথা শোনার জন্য
পাগল আমার প্রাণ।
তারই কাছে শিক্ষা আমার
এই জগতে শুরু,
তিনি হলেন মহান ব্যক্তি
আমার প্রিয় গুরু।
হাসি-খুশি থাকেন সদা
করেন উপদেশ:
তিরস্কার শুনে তুমি
ভেঙে পরলে শেষ।
সেই হুজুরের মুখটি কেনো
দেখছি হঠাৎ মলিন,
খোদা তোমার মেহেরবানীই
করতে পারে শালিন।
ওস্তাদ আমার নামটি তাহার
মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্,
সকল কষ্ট দূর করিয়া
সুখী করুন হে আল্লাহ্!