আমরা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সংসদে যেতে চাই : জিএম কাদের

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

স্টাফ রিপোর্টার, রংপুর:

সংসদ সদস্য হিসেবে জাতীয় পার্টির নির্বাচিত সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আমরা যেহেতু নির্বাচনে অংশ গ্রহণ করেছি। তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছু হবো না। সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা হবে। গত মঙ্গলবার ৯ (জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে, আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে সেখানে তারা আমাদের লোকজনকে হারিয়ে দিয়েছে। রংপুর বিভাগীয় এমপি প্রার্থীদের সাথে বৈঠকের বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগে জাতীয় পার্টির হেরে যাওয়া প্রার্থীরা অনেকেই হতাশায় ভুগছিলেন তাই সবার সঙ্গে বসে সমস্যা গুলো শুনলাম এবং লিখিত স্টেটমেন্ট নিলাম। এই তথ্য গুলো পরবর্তীতে ফলোআপে কাজে লাগবে। তিনি আরো বলেন, সংসদে গেলে দলকে আরো গোছানো সহজ হবে। সেই সাথে আমরা জনগণের জন্য কিছু করতো পারবো। অনেক প্রত্যাশা নিয়ে রংপুবাসী আমাকে জয়ী করেছেন। আমি রংপুরের উন্নয়নে কাজ করতে চাই।
সংসদে বিরোধী দল কে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বাভাবিকভাবে আমরাই বিরোধী দল হবো। তারপরও কি হবে জানি না। স্বতন্ত্র প্রার্থীরা সরকারের লোক তারাতো বিরোধীদল হতে পারেনা। এর আগে জিএম কাদের রংপুর বিভাগের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আলা উদ্দিন মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

error: Content is protected !!