মণিরামপুর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলায় ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ৪ জুন রবিবার চন্ডিপুর ৯নংওয়ার্ডের আওয়ামীলীগে সাধারন সম্পাদক রওশন জামান টুটুলের সভাপতিত্বে আমজাদ হোসেন লাভলুর কর্মী সভা অনুষ্ঠিত হয়।এসময় কর্মী সভা রূপ নেয় জনসভায়।সধারণ নৌকার ভোটারা উপস্থিত হয়ে সুখ দু:খের কথা বলেন প্রিয় নেতা আমজাদ হোসেন লাভলুর সজ্ঞে। এসময় কয়েকজন নির্যাতিত নেতাকর্মী আবেগ আপ্লুত হয়ে আমজাদ হোসেন লাভলুকে জড়িয়ে কান্নায় ভেজ্ঞে পড়েন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার পক্ষে জনগনের মাঝে ভোট চাওয়া ও প্রচার প্রচারনা করেন ৮৯ যশোর ৫ আসনের নৌকা মার্কার পদপ্রার্থী জননেতা আমজাদ হোসেন লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আমজাদ হোসেন লাভলু তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ করবেন। জননেত্রী শেখ হাসিনা যেন দীর্ঘায়ু হন। তিনি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং বাংলার মানুষের যেন সেবা করতে পারেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা যেন আবারও এই দেশের ক্ষমতায় আসতে পারে, মানুষের সেবা করতে পারে, লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, সেই দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। এই শপথ আমাদের নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আল রাজিব,
ঝাপা ৭নং ওয়ার্ডের ইউ পি সদস্য তাজু হোসেন,৮নং ওয়ার্ডের ইউ পি সদস্য আবুল কাশেম,৬নং ওয়ার্ডের সাবেক ইউ পি সদস্য আব্দুর রশিদ, ৮নং ওয়ার্ডের ইউ পি সদস্য মাহাবুর রহমান ১নং ওয়ার্ডের সাবেক ইউ পি সদস্য শরিফুল ইসলাম,চালুহাটি ইউনিয়ন যুবলীগ নেতা আনিচুর রহমান, ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি কামরুজ্জামান, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মেহেদী, মফিজুর রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দ।