অনলাইন ডেস্কঃ
অতি বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
আজ শুক্রবার সকাল থেকে পানি বাড়তে শুরু করে। পরে বেলা ১২টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩ সে:মি উপর দিয়ে প্রবাহিত হয়।
এরপর বিকেল ৩টায় নদীর পানি বেড়ে ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলসহ নিন্মাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষজন।
এদিকে পানি নিয়ন্ত্রনে হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার কারনে আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি আরো বাড়তে পারে বলে জানান তিনি।
এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪